জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টির আয়োজনে পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি র্যালিতে নেতৃত্ব দেন। পরে সমাবেশে প্রধান অতিথিরপীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর সুনামগঞ্জের মানুষকে কথা দিয়েছিলাম এই অবহেলিত সুনামগঞ্জের চারদিকে আমি উন্নয়ন করব। আমি আমার কথা রেখেছি। একজন কর্মী হিসেবে আপনাদের পাশে থেকেছি। আমি চাই আগামীদিনেও আপনাদের সাথে নিয়ে এই সুনামগঞ্জকে একটি আধুনিক মডেল সুনামগঞ্জ হিসেবে তৈরি করব।
এসময় উস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খুশনূর, রশিদ আহমদ, আব্দুল কাদির, তাহিরপুরের বাদাঘাট দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান এরশাদ আহমদ,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. সাজ্জাদুর রহমান প্রমুখ।