শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোটে ফেল, টাকা ফেরত চেয়ে ভোটারের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:০২

সিলেটের জেলা পরিষদ নির্বাচনে সময় এক  প্রার্থী  অর্ধশতাধিক ভোটারদের টাকা দিয়েছিলেন। কিন্তু ভোটে পরাজিত হওয়ায় সেই ভোটারের বিরুদ্ধে টাকা ফেরত চেয়ে মামলা করেছেন তিনি। জেলার গোলাপগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শাকিলা ফারজানা চৌধুরীর আদালতে রোববার (১ জানুয়ারি) জেলার ৬৬ জন জনপ্রতিনিধিকে আসামি করে তিনি মামলাটি করেন।

মামলার বাদী ও পরাজিত প্রার্থী এম মুজিবুর রহমান (৫০) পেশায় একজন আইনজীবী। ১৭ অক্টোবর অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭নম্বর ওয়ার্ড থেকে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি।

বাদীর আইনজীবী দেবব্রত চৌধুরী বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

গত জেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার শর্তে নিজ নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের ৬৬ জন সদস্যকে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা দেন মজিবুর রহমান। কিন্তু নির্বাচনে তিনি ৩১টি ভোট পান। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তবে মামলায় ভোট দেওয়ার শর্তে টাকা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে এম মুজিবুর রহমান বলেন, মামলার আসামিদের আমি ফেরত দেওয়ার শর্তে টাকা দিয়েছিলাম।

তারা সবাই গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউএনপি) চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার)।

ইত্তেফাক/আরএজে