শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চার দোকান ভস্মিভূত

ঘিওরে দোকানের আগুন নিয়ন্ত্রণে 

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৩:৫১

মানিকগঞ্জের ঘিওরে চার দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারের সেন মার্কেটে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সেলিম হাওলাদার বলেন, সেন মার্কেটের একটি কসমেটিকস দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দুইটি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

ইত্তেফাক/আরএজে