বাংলাদেশের দুগ্ধ খামার শিল্পের বৃহত্তম প্রদর্শনী 'ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। দুগ্ধ ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের সুযোগ এবং উন্নত প্রযুক্তি তুলে ধরতে শুক্রবার (৬ জানুয়ারি) থেকে দুই দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বাংলাদেশ ক্যাটেল ফার্মারস অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত দুই দিনব্যাপী প্রদর্শনীতে বিপুল সংখ্যক দুগ্ধ খামারি, ক্লায়েন্ট এবং উপস্থিত ছিলেন।
এই গবাদিপশু প্রদর্শনীর প্রধান বৈশিষ্ট্য হলো ব্রিড প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক জাত প্রদর্শন। এখানে পশু কেনার সুযোগও দেওয়া হয়।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীর উদ্দেশ্য ছিল খামার ও কৃষকদের জ্ঞান এবং মূল্য সংযোজনের জন্য আধুনিক কৌশল অবলম্বন করে দক্ষতা বৃদ্ধি। এটি দেশের জাতীয় জিডিপি বা মোট দেশজ উৎপাদনে অবদান রাখবে।