রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:৫৯

সিরাজগঞ্জে শিশু জন্ম নেওয়ার কয়েক দিনের মধ্যে নিবন্ধন করলেই উপহারসহ সনদ দিচ্ছে ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শীতের জামা, হ্যান্ড স্যানিটাইজার, ডিটল সাবান, তেল ও বিভিন্ন ধরনের সুরক্ষা উপকরণসহ দুই শিশুর মায়ের হাতে জন্ম নিবন্ধন মুল কপি তুলে দেন সদর উপজেলার ৩নম্বর বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন।

সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্মনিবন্ধনে উৎসাহিত করতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

এ বিষয়ে চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন সেখ বলেন, নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়বো। শুধু জন্ম নিবন্ধনই নয়, সবার বাড়িতে বাড়িতে কর ট্যাক্স দেওয়ার পাস বই ফ্রিতে বিতরণ করছি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও সরকারের নানামুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ কাজ করছি। শতভাগ হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর আদায়, স্ট্যান্ডিং কমিটির মিটিং, গ্রাম আদালতকে কার্যকর করা, উন্মুক্ত বাজেট ঘোষণাসহ নাগরিকত্ব সনদপত্র দিতে সরকারি নির্দেশনাকে অনুসরণ করছি।

ইত্তেফাক/আরএজে