মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিমানবন্দরে ফেনসিডিলসহ গ্রেফতার ৩

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২১:১৮

রাজধানীর বিমানবন্দরে ফেনসিডিল নিয়ে নারীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুরের শ্রীপুর উপজেলার সুমন মিয়ার স্ত্রী আলফাতুন (৩৪), একই উপজেলার আনিছুর রহমান ওরফে গোলাম রব্বানীর স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও দক্ষিণখানের আশকোনা এলাকার হাজী সামছুল হকের ছেলে মাজাহারুল (৪০)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মধ্যরাতে বিমানবন্দর থানার ওসি আজিজুল হকের দিক নির্দেশনায় এএসআই মিকাঈল মোল্লা তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

তাদের কাছে ১০০ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন নেশা গ্রহণ সামগ্রী উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ

বিমান বন্দর থানার ওসি আজিজুল হক ইত্তেফাক অনলাইনকে জানান, বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মোসা. আলফাতুন (৩৪), মোসা. সেলিনা বেগম (৪৫), মাজারুল হক (৪০) কে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্বীকার করেন তারা বিমানবন্দর থানা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে।

তিনি আরও বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। উপরোক্ত বিষয়ে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে

ইত্তেফাক/পিও