বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জরিমানার কবলে সাকিব-বিজয়-সোহান

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:০৪

বিপিএলের নবম আসরের ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্সের মধ্যকার খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভঙ্গের দায়ে  ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও ব্যাটার এনামুল হক বিজয়  এবং রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানকে।

চলমান বিপিএলের সপ্তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স।  

রংপুর রাইডার্স বোলিংকালে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান সাকিব। ঐ সময় অন-ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্ক করেন সোহানও। যা বিসিবির আচরণবিধি পরিপন্থী।

এদিকে, আম্পায়ারের দেয়া এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি দেওয়া হয়েছে বিজয়কে। জরিমানা ছাড়াও এই তিন ক্রিকেটারকে একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসএস