মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসির ফেরার ম্যাচে নেই এমবাপ্পে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। আর এই শিরোপা জয়ে নিজের ক্যারিয়ারের পূর্ণতা পান লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের ২৩ দিন পর ফ্রেঞ্চ লিগ ওয়ানে অঁজের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। বাংলাদেশ সময় বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় শুরু হবে ম্যাচটি।  

বিশ্বকাপ জয়ের পর লম্বা ছুটি কাঁটিয়ে গত ৪ জানুয়ারি পিএসজিতে যোগ দেন মেসি। দলে যোগ দিয়ে 'গার্ড অব ওনার' পান মেসি। তবে সেই আয়োজনে ছিলেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তখন  গুঞ্জন ওঠে, বিশ্বকাপের ফাইনালে হারের পর তিক্ততার সৃষ্টি হয়েছে এমবাপ্পে ও মেসির মধ্যে। 

আজকের ম্যাচে বিশ্রামে থাকবেন এমবাপ্পে। তবে মেসি ও এমবাপ্পের বিরোধের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। তিনি বলেন, ‘কিলিয়ান ও লিওর মধ্যে সম্পর্কের তিক্ততার কোনো কারণ নেই। বিশ্বকাপ হেরে গেলেও কিলিয়ানের মানসিকতা শক্ত আছে।’

 

  

 

ইত্তেফাক/জেডএইচ