বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:২৯

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে। আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হলে সব জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সদরপুরে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজারে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি সড়ক (সদরপুর-বালিহাটি) উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি।’ 

সভায় ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য মোসা. কোহিনূর বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান খান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

ইত্তেফাক/এমএএম