মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

দুষ্কৃতকারীরা প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করতে চাচ্ছে: নিক্সন চৌধুরী

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৪:১৭

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, কোটা আন্দোলনের ওপর ভর করে দুষ্কৃতিকারীরা প্রধানমন্ত্রীর উন্নয়নকে ধ্বংস করার পায়তারা করছে। ইতিমধ্যে তারা বেশ কিছু উন্নয়ন ধ্বংস করেছে। তাদের এই অপশক্তিকে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। 

বুধবার (৩১ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় নিক্সন চৌধুরী শিক্ষার্থী শিক্ষক ও প্রশাসনের কর্তা-ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেন, একজন মেধাবী শিক্ষার্থী আগামী দিনের দেশ পরিচালনা করার ভবিষ্যৎ। এই মেধাবীকে তৈরি করতে প্রতিটি অভিভাবক খেয়ে না খেয়ে ছেলেমেয়েদের প্রতি যত্নশীল হয়ে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। তাই আমি সকলকে অনুরোধ করবো আগামীতে মেধাবীদের সংবর্ধনা দেওয়ার সময় অবশ্যই তাদের অভিভাবকদেরকে যেন সংবর্ধনা দেওয়া হয়। 

ভাঙ্গা উপজেলায় এ বছরে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী। তাদের উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী আরো বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। পিতা-মাতা ও জাতি তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। সুতরাং ভালোমত পড়াশোনা করে আগামীতে দেশ পরিচালনায় হাল ধরতে সকলের প্রতি বিশেষ আহ্বান রইল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওসার ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হায়দার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক গণ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ।

ইত্তেফাক/এসজেড
 
unib