ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্লোবাল সাউথের দেশগুলোর নেতাদের তাদের নিজস্ব উন্নয়ন ও তিন-চতুর্থাংশ মানবতার জন্য একটি সাধারণ এজেন্ডা তৈরি করতে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভার্চুয়ালি ভারত আয়োজিত ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট-২০২৩ এ তিনি এই আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়।
যেখানে বিশ্ব নেতারা তাদের দেশের মতামত তুলে ধরেন। শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারকে 'জি-২০' এর সভাপতিত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান।
শেখ হাসিনা জানান, এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ এই নীতির সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে 'জি-২০' প্রেসিডেন্ট হিসেবে ভারতের ভিশনকে বাংলাদেশ স্বাগত জানায়। নরেন্দ্র মোদি তার ভাষণে গ্লোবাল সাউথের দেশগুলোকে ভবিষ্যতে সবচেয়ে বড় অংশীদারিত্বের সঙ্গে একটি ঐক্যবদ্ধ সত্তা হিসেবে উল্লেখ করেছিলেন।
মোদি জানান, বৈশ্বিক ভবিষ্যৎ গঠনে ভারত সবসময়ই উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি উদীয়মান বৈশ্বিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিদের থেকে ঐক্যবদ্ধ কণ্ঠস্বরের আহ্বান জানান।
ভারতীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক রাজনৈতিক ও আর্থিক ব্যবস্থায় পরিবর্তন আনতে, বৈষম্য দূর করতে, সুযোগ সম্প্রসারণ করতে, প্রবৃদ্ধিকে সমর্থন করতে এবং দক্ষিণের দেশগুলোকে অগ্রগতি ও সমৃদ্ধি ছড়িয়ে দেওয়ার জন্য সহজ, পরিমাপযোগ্য ও টেকসই সমাধানের আহ্বান জানিয়েছেন।