বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

দিনাজপুর সড়কের পাশে গাছ কেটে সাবাড়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৫:১০

দিনাজপুরের ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নে সড়কের দু’পাশের গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুলাকীপুর ইউনিয়নে বিভিন্ন সড়কের লাগানো গাছগুলো রাতের আঁধারে কেটে সাবাড় করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বুলাকীপুর ইউনিয়নে চন্ডিদাসপুর থেকে শালিকাদহসহ চন্ডিদাসপুর থেকে শ্রীচন্দ্রপুর ও চন্ডিদাসপুর থেকে কুলানন্দপুর সড়কে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ চোরেরা রাতের আঁধারে কেটে নিয়ে গেছে। এছাড়া হরিপাড়া থেকে বেগুনবাড়ি হয়ে মাগুড়া সড়কটির দু’ধারে লাগানো গাছগুলো একইভাবে কেটে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সদের আলী খন্দকার বলেন, চোরেরা রাতের আঁধারে গাছ কেটে নিয়ে যায়। সড়কের গাছ কাটার সংবাদ পেলে তাৎক্ষণিক গ্রাম পুলিশ দিয়ে সেগুলো উদ্ধারের করাই, পরে সেগুলা ইউনিয়ন পরিষদে জমা চমা করা হয়েছে।

গাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, তার পূর্বের চেয়ারম্যানের সঙ্গে কিছু সমিতি শর্ত সাপেক্ষে এগ্রিমেন্টের মাধ্যমে গাছগুলো লাগানো হয়েছিল। চোরেরা নিধুয়া মাঠের মধ্য দিয়ে এ সব সড়কের গাছ রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে। কোনক্রমেই চুরি ঠেকানো  সম্ভব হচ্ছে না।

এলাকাবাসী জানান, এভাবে চুরি হলে সড়কে লাগানো গাছের আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না।

ইত্তেফাক/আরএজে