কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বাঙ্গরা থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আদমপুর গ্রামের হৃদয়ের স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০)।
জানা যায়, দৌলতপুর গ্রামের দৌলতপুর-মাধবপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে বলে খবর পায় পুলিশ। পর চেকপোস্ট বসিয়ে যানবাহন ও বিভিন্ন লোকদের তল্লাশি শুরু হয়। এ সময় কাজলী বেগম, তানিয়া আক্তার ও নয়ন তারার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার ও তাদের আটক করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।