শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিমানবন্দর সড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১০:২৭

রাজধানীর বিমানবন্দর সড়কে যানজট দেখা দিয়েছে। এতে কুড়িল, উত্তরা, বিমানবন্দর ও বনানীতে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। 

আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুর কারণে এই পথে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে।

দেখা যায়, খিলক্ষেতে যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। যানজটের কারণে অফিসগামী মানুষজনকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় কর্মরত ডিএমপি ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন। ভোর থেকে এর প্রভাব পড়তে শুরু করেছে সড়কে। 

উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার থেকে দলে দলে মানুষ আসছেন বিশ্ব ইজতেমায়। এর প্রভাব দেখা গেছে সড়কে।’

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন