বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডমিনেটর্স। শুক্রবার (২০ জানুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকার অধিনায়ক নাসির হোসেন।
পাঁচ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে ফরচুন বরিশাল। অন্যদিকে পাঁচ ম্যাচে মাত্র ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে রয়েছে ঢাকা ডমিনেটর্স।