এই সপ্তাহের শুরুতে ইউক্রেনে একজন সাবেক মার্কিন নেভি সিল নিহত হয়েছেন। তিনি ২০১৯ সালে নৌবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। শুক্রবার (২০ জানুয়ারি) মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় এবিসি নিউজ।
নৌ বাহিনীর এক কর্মকর্তা একটি বিবৃতিতে বলেছেন, 'নৌবাহিনী নিশ্চিত করতে পেরেছে, ২০২৩ সালের ১৮ জানুয়ারিতে ইউক্রেনের ডিনিপ্রোতে একজন সাবেক নেভি সিল নিহত হয়েছিল। আমরা অনুমান করতে পারি না কেন সাবেক নাবিক ইউক্রেনে ছিলেন।'
বিবৃতিটি জীবনী তথ্যসহ ছিল। এতে বলা হয়েছে, ড্যানিয়েল হুইটনি সুইফটকে স্পেশাল ওয়ারফেয়ার অপারেটর প্রথম শ্রেণীর পদে উন্নীত করা হয়েছিলেন। কর্মকর্তারা মার্কিন নৌবাহিনী থেকে তার অবসর সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেননি।
মার্কিন সরকার তার নাগরিকদের ইউক্রেনে যুদ্ধ থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। তবে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে সেখানে বেশ কয়েকজন আমেরিকান নিহত হয়েছেন।