মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর কর্মীরা শনিবার (২১ জানুয়ারি) এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করে। ২০১১ সাল থেকে প্রতি বছর ব্র্যাক ব্যাংক কর্মীরা মানবতার কল্যাণে এ ম্যারাথন আয়োজন করে আসছে। কোন ব্যাংকের উদ্যোগে ম্যারাথন বাংলাদেশে এটিই প্রথম।
রাজধানীর হাতিরঝিলে আয়োজিত সকাল ৭ টায় শুরু হওয়া ম্যারাথন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নূরুন নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন, ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সারাদেশ থেকে আগত ব্র্যাক ব্যাংক ও এর অঙ্গপ্রতিষ্ঠান ও ব্র্যাক-এর কর্মকর্তারা দৌড়ে অংশ নেন। সিনেমা ও ক্রীড়া জগতের তারকারাও এই সামাজিক উদ্যোগের অনুষ্ঠানে যোগ দেন।
এ বছরের ম্যারাথনটি প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে উত্সর্গ করা হয়। ‘দৌড়’ অনুষ্ঠানের অংশ হিসেবে সূবর্ণ নাগরিক ফাউন্ডেশনের ২৫ জন হুইলচেয়ার দৌড়বিদ এক হুইলচেয়ার দৌড়ে অংশ নেন।
ব্র্যাক ব্যাংক ও এর সহযোগী প্রতিষ্ঠান ও ব্র্যাক-এর ৫ হাজার জনেরও বেশি কর্মকর্তা ৫.৬০ কি.মি. দূরত্বের দৌড়ে অংশগ্রহণ করেন, যা পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে হাতিরঝিল লেকের বিভিন্ন প্রান্ত ঘুরে একই স্থানে শেষ হয়।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের সদস্য ও মূল্যবোধভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে সামাজিক দায়বদ্ধতা আমাদের ব্যাংকের ডিএনএ-তে দৃঢ়ভাবে খচিত অন্যতম বিষয়। সমাজে মানবসেবামূলক কাছে অবদান রাখার জন্য আমাদের সহকর্মীদের আবেগ ও স্বতঃস্ফূর্ততা দেখে আমি অভিভূত। ‘দৌড়’ আমাদের কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত সিএসআর-এর একটি দুর্দান্ত উদাহরণ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনেতা ফেরদৌস, অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, অভিনেত্রী তমা মির্জা, আয়রনম্যান ইমতিয়াজ ইলাহী ও আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত অনুষ্ঠানে যোগ দেন।