প্রথমবারের মতো একটি দ্বৈত গান নিয়ে আসছেন সংগীত শিল্পী শাহ্ হামজা ও জনপ্রিয় শিল্পী ন্যানসি। ভালোবাসা দিবসে প্রকাশ হবে তাদের নতুন গান ‘যে স্মৃতি’। গানটির কথা-সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহ্ হামজা নিজেই। মিউজিক অ্যারেজমেন্ট করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
এটি শাহ্ হামজার নিজের ইউটিউব চ্যানেল ‘ শাহ্ হামজা’ হতে প্রকাশ করবেন বলে জানান তিনি। গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, আমি বরাবরই একটু অন্যরকম কথা সুরের গান পছন্দ করে আসছি। এ গানের কথা ও সুরে শ্রোতারা নতুনত্ব পাবেন। তার সঙ্গে চমক ন্যানসির কণ্ঠ। আমাদের দুজনের গায়কি শ্রোতাদের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি।
প্রসঙ্গত শাহ্ হামজা ব্যান্ড শিল্পী হিসেবেইবহুল পরিচিত। তবে ব্যান্ডের বাইরে একক শিল্পী হিসেবেও গান করছেন। সর্বশেষ তিনি ভেজা চোখ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন গতবছর। এটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে।