শুক্রবার, ০২ জুন ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে কাজ বন্ধ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২২:০৩

নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিলেন বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মান্নান মেম্বার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মান্নান মেম্বার বাড়িসংলগ্ন একটি  সড়ক নিম্ন মানের ইট দিয়ে হেরিংবনের কাজ চলছিলো। কাজ চলাকালীন অবস্থায় চেয়ারম্যান গোলাম নাসির ঘটনাস্থলে ছুটে যান। কাজটি তখন বন্ধ করে দেন। নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরি করতে না পারে সে দিকে নজর দিতে বলেন সাংবাদিকদের।

নিম্নমানের ইটের অভিযোগে কাজ বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান। ছবি: ইত্তেফাক

স্থানীয় সূত্রে আরও জানা যায়, রিয়াজ নামে একজন ঠিকাদার পটুয়াখালীর কলাপাড়া থেকে এই নিম্নমানের ইট ক্রয় করেন সড়ক নির্মাণের জন্য। বেশি লাভের আশায় দায়সারা কাজ করে বিল তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। সেই কাজ বন্ধ করে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

ইউপি চেয়ারম্যান গোলাম নাসির বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিম্ন মানের ইটসহ ১০ ইঞ্চি বালুর স্থলে মাত্র ৩ ইঞ্চি বালুর ব্যবহার করায় সড়কের কাজ বন্ধ করে দেই। আমার ইউনিয়নে এমন অনিয়ম-দুর্নীতি চলতে দেওয়া হবে না।
 
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রিয়াজ কনস্টেকশন কনস্ট্রাকশনের সঙ্গে কথা বলার জন্য বার বার ফোন করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
 
পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকসেদুল আলম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে না গিয়ে কিছু বলতে পারবো না।

ইত্তেফাক/পিও