শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দিনাজপুরে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২১:১২

দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধে ২ জন নিহত ও উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার খোদাদপুর গ্রামের চুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, খোদাদপুর চুনিয়াপাড়া গ্রামের ওমর ফারুকের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর অনুমান ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা ও বিরোধ চলে আসছিলো। ঘটানার দিন হায়দার আলীর ছেলে মোনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২২) মোটরসাইকেল যোগে ওমর ফারুকের বাড়ির পার্শ্বে তাদের গভীর নলকূপের ঘরে গিয়ে দাঁড়ায়। এ সময় সড়কের অপর পার্শ্বে বসবাসরত ওমর ফারুক ও তার সঙ্গীয় ৪-৫ জন লোক নিয়ে অতর্কিতভাবে মিম ও রাকিবের উপর হামলা চালায়। এ সময় তারা মিম ও রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিমকে উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে রাকিবকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মারা যায়। 

এছাড়া প্রতিপক্ষ ওমর ফারুকের পক্ষে ৪ জন আহত ও হায়দার আলীর পক্ষের ২ জন আহত অবস্থায় ঘোড়াঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা সূত্রে জানা গেছে, ওমর ফারুকের পক্ষের আহত ৪ জন পুলিশের নজরদারিতে রয়েছে।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু জানান, র্দীঘদিন থেকে উভয় পরিবারের মধ্যে ২৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। 

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ইত্তেফাক/পিও