শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সিলেটে যোগ দিলেন বার্ল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৪ ম্যাচে ১৯ রান ও ৪ উইকেট শিকার করেছিলেন বার্ল।  

রায়ান বার্ল

গেল বছরের আগস্টে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নেন বার্ল। পাঁচটি ছয় ও ১টি চার মেরেছিলেন তিনি। এরপরই স্পটলাইটে আসেন তিনি। সিলেট দলে যোগ দিতে পেরে খুশি বার্ল। তিনি বলেন, ‘সিলেট দলে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এটি সিলেটের নিজস্ব মাঠ। আমি দলের পরিবেশটা দারুণ উপভোগ করছি।’

জিম্বাবুয়ের হয়ে ৫৮ টি-টোয়েন্টিতে ৮৮২ রান করেছেন বার্ল। বল হাতে ৩৯ উইকেটও আছে তার। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু বিপিএলের সিলেট পর্ব। এই পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বিপিএল টেবিলের শীর্ষে রয়েছে মাশরাফির সিলেট।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন