শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ছাত্রীকে অপহরণ চেষ্টা, র‌্যাবের হাতে গ্রেপ্তার  ৪

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২২:৩৭

জয়পুরহাটে এক ছাত্রীকে অপহরণের সময় অপহরণ চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুরমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেন।     
 
গ্রেফতারকৃত ৪ জন হলেন, লালমনিরহাট জেলা সদরের সাদেকনগর এলাকার আব্দুল্লাহ আল মাসুম (২২), ওবায়দুল ইসলাম (২৬), ময়নুল হক (২৩) ও সোহেল রানা (২২)। 

র‌্যাব জানায়, অপহরণকারীরা লালমনিরহাট থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে জয়পুরহাট আসে অপহরণের উদ্দেশ্যে। ভুক্তভোগী জয়পুরহাট সদর থানার পাচুর মোড় এলাকায় শপিং করতে আসলে জোরপূর্বক প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো অপহরণকারীরা। এ সময় র‌্যাবের ৬ জন এফএস সদস্য পাম্পে বাইকের তেল নিতে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করেন। তারা কোম্পানি অধিনায়ককে বিষয়টি জানালে ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণকারী চক্রের মূলহোতাসহ চার সদস্যকে আটক ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা স্বীকার করে ভুক্তগীভোকে বিয়ে করার উদ্দেশ্যে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো।

জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, অপহরণকারীদের পুলিশে সোপর্দ করে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।

ইত্তেফাক/পিও