ইরানে নিযুক্ত আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন রক্ষী নিহত হয়েছেন। খবর এপিএ ও আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই হামলা হয়। হামলাকারী সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। এর ফলে দূতাবাসে নিযুক্ত একজন নিরাপত্তা কর্মী নিহত ও আরেকজন আহত হয়েছেন।
সূত্রের বরাত দিয়ে এপিএ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। আজারবাইজানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, শুক্রবারের এ হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইরান এই হামলার ঘটনায় তদন্ত শুরু করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।