বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালঞ্জার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায় সাকিব আল হাসান।
মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে হার দিয়ে বিপিএল যাত্রা শুরু করে বরিশাল। এরপর টানা পাঁচ ম্যাচে জয় পায় তারা। সপ্তম ম্যাচে এসে আবারও সিলেটের কাছে হারে বরিশাল। ঢাকার মিরপুরে হওয়া চরম উত্তেজনাপূর্ণ ঐ ম্যাচটি মাত্র ২ রানে হেরে যায় বরিশাল। সিলেটের কাছে ঐ হারকে ভুলে গিয়ে সিলেটের মাঠে নতুনভাবে জয়ের ধারায় ফিরতে চায় সাকিব বাহিনী।
অন্যদিকে নিজেদের প্রথম চার ম্যাচে ২টি করে জয় ও হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম। এরপর টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বন্দরনগরীর দলটি।