রোববার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:১১

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি।

নিহতরা হলেন-প্রদীপ কুমার দে (৫২) ও জসিম উদ্দিন (৪৬)। আহত ৩ জন হলেন-মোহাম্মদ জাহাঙ্গীর, হাসান ও দিদারুল আলম। তারা আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন একটি গাড়ির গ্যারেজের কর্মী।

গত ২৩ জানুয়ারি মধ্যরাতে আল আইন থেকে দুবাই যাওয়ার উদ্দেশে রওনা হন ৫ বাংলাদেশি বন্ধু। পথে তাদের বহনকারী গাড়ির চাকা খুলে গেলে এ হতাহত হয়। 

নিহত প্রদীপ কুমার দে ২২ বছর ধরে আমিরাতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম শহরের আসকার দিঘির পাড়। দেশে তার মা, স্ত্রী ও ছেলে আছে।  

অপর নিহত মো. জসিম উদ্দিন চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শান্তির হাটের কালারপোল গ্রামের বাসিন্দা। দেশে তার মা, স্ত্রী ও ২ মেয়ে আছে।

নিহতদের লাশ দুবাইয়ের আল রাশেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশে পাঠাতে তৎপরতা চালাচ্ছে আল আইনের বাংলাদেশি কমিউনিটি। এ জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেটের সহায়তা চাওয়া হয়েছে।

ইত্তেফাক/এসসি