বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।
সিলেট স্ট্রাইকার্স নিজেদের হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচে হেরেছিলো রংপুরের কাছে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছেন মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় সিলেট।
অন্যদিকে টান ম্যাচ হেরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে চট্টগ্রাম।