শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে খাদে পড়ে যাওয়া বাসে আগুন, নিহত ৩৯

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:২৮

পাকিস্তানের বেলুচিস্তানে রোববার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে যায়। এতে ৩৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। জুম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, বাসটি কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বেলুচিস্তানের লাসবেলা জেলার চিনকি হোল্টের কাছে একটি খাদে পড়ে যায়। আর তখনই বাসটিতে আগুন ধরে যায়। রোববার ভোরে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পাকিস্তানের বেলুচিস্তানে রোববার (২৯ জানুয়ারি) সকালে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে যায়।

লাসবেলা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হামজা আনজুম নাদিম জানিয়েছেন, বাসে ৪৮ জন যাত্রী ছিল। বাসের ধ্বংসাবশেষ থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষে আহতদের চিকিৎসার জন্য লাসবেলা সিভিল হাসপাতালে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
 
প্রচণ্ড ঠাণ্ডা ও অন্ধকারের কারণে প্রাথমিক উদ্ধারকাজ ব্যাহত হয়। পুলিশ, ফায়ার ব্রিগেড ও স্থানীয় উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসটি কাত হয়ে যায় এবং একপর্যায়ে খাদে পড়ে যায়। এরপরই বাসটিতে আগুন ধরে যায়।

ইত্তেফাক/ডিএস