শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বিপিএল খেলতে আসছেন মুজিব

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ২২:১৭

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

এর আগেও বিপিএলে খেলেছেন মুজিব উর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আফগান স্পিনারের। বৈচিত্রময় বোলিংয়ের কারণে পুরো বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলেন মুজিব।

এবার রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন এই আফগান ক্রিকেটার। চলমান বিপিএলে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে রংপুর রাইডার্স। 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন