রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার ফলে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। কুয়াশার কারণে চারটি ফ্লাইট অবতরণ করতে পারেনি এবং কয়েক ঘণ্টার জন্য বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়নও বন্ধ ছিল।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঢাকার একটি ফ্লাইট দুটি কলকাতায়, একটি মিয়ানমারের ইয়াঙ্গুনে ও একটি চট্টগ্রামে নেমেছে।
অপরদিকে, ভোরে গালফ এয়ারের একটি ফ্লাইট যাত্রী নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিলেও সেটি ছেড়ে যায় দীর্ঘ সময় পরে। এছাড়া এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, ওমান এয়ার ও ইউএস বাংলার ফ্লাইটও নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বিমানযাত্রীদের অনেকেই ক্ষুব্ধ হন।
বিমানবন্দরের সূত্র জানায়, ঘন কুয়াশায় রানওয়ে কম দৃশ্যমান থাকায় ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে ডাইভারশন দেওয়া হয়েছে। এছাড়া কুয়াশার কারণে বেশিকিছু ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।