মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচন

আচরণবিধি লঙ্ঘনে পাঁচ হাজার টাকা জরিমানা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৮:৩৭

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সংসদ ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (২৯ জানুয়ারি) রাতে আলিনগর গ্রামের ইমাম নগর গ্রামে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন। 

দোষী সাব্যস্ত রুবেল ও শিরিন আক্তারকে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা ২০০৮ এর ৩ ধারায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া শাড়ি কাপড়গুলো উদ্ধার করা হয়।

ওই এলাকার বাসিন্দা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালেহ বলেন, রোববার সন্ধ্যায় আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী সরকারের পক্ষে ইমাম নগর এলাকায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার ও রুবেল শাড়ি কাপড় বিতরণ করছিলেন। ওই সময় স্থানীয় ব্যক্তিরা বিতরণকালে তাদের আটক করেন। পরে স্থানীয় ব্যক্তিরা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেন। 

এদিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ওই দু’জনকে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।এছাড়া শাড়ি, লুঙ্গি, থ্রিপিচ ও ওড়না জব্দ করেন।

ইত্তেফাক/পিও