সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

কার্যালয়ে ঢুকে প্রকল্প পরিচালককে মারধর: ৩ সদস্যের তদন্ত কমিটি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২০:৪০

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পের পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ সোমবার (৩০ জানুয়ারি) জানান, রোববার ঘটনার পর রাতেই এ তদন্ত কমিটি গঠন করে চসিক। 

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা মণীষা মহাজন এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির। ৩ দিনের মধ্যে কমিটিকে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।

রোববার বিকালে চসিকের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর ১০-১৫ জন ঠিকাদার মিলে হামলা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ১০ ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

ইত্তেফাক/পিও