বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে ঘর তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে উধাও হয়ে গেছেন প্রেমিক শাকিল। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে তালাবদ্ধ ওই ঘরের সামনে বসে অনশন করছেন প্রেমিকা। তবে এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত লালমোহন থানায় কোনো অভিযোগ হয়নি।
১৩ বছরের ওই কিশোরী জানান, প্রায় এক বছর আগে শাকিলের সঙ্গে তার পরিচয় হয়। এরপরই তারা দু'জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। রাজধানী ঢাকার বিভিন্ন পার্কে তারা ঘুরে ফিরে সময় কাটাতেন। সম্প্রতি প্রেমিক শাকিল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর একমাস আগে স্থানীয় ইউপি সদস্যসহ উভয়ের পরিবার তাদের দু'জনের প্রেমের সম্পর্ক মেনে নিলেও বিপত্তি বাঁধে বয়স কম হওয়ায়। কিশোরী শাকিলকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে শাকিল অপ্রাপ্ত বয়সের হওয়ায় বিয়ে করতে আপত্তি জানান। যার কারণে কিশোরী শাকিলের বাড়িতে গিয়ে অনশনে বসেন।
এদিকে, এ খবর পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছেন প্রেমিক শাকিল। তালাবদ্ধ ঘরের সামনেই অনশন করছেন ওই কিশোরী।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, অনশন করা কিশোরী অপ্রাপ্ত বয়সের। অভিযুক্ত কিশোরও নাবালক। তাদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় কোনো অভিযোগ হয়নি। থানায় উভয় পরিবারকে ডেকে নিয়ে এ ঘটনার একটা সুরাহ করা হবে।