প্রিমিয়ার লিগের রেকর্ড গড়ে ১২১ মিলিয়ন ইউরোতে এনজো ফার্নান্দেজকে শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে দলে ভিড়িয়েছে চেলসি। ইউরোপের দলবদলের শেষ দিনটি ছিল উত্তাপে ভরা। জোয়াও ক্যান্সেলোর বায়ার্ন মিউনিখে যাওয়া কিংবা জর্জিনহোর আর্সেনালে অন্তর্ভুক্তি এসবই বিস্ময়ের জন্ম দিয়েছে।
মৌসুমের দ্বিতীয় ভাগে নিজ নিজ দলকে শক্তিশালী করার প্রয়াসে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আরো একবার দলবদলের বাজারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। এ যেন একে অন্যকে মাঠের বাইরের লড়াইয়ে ছাড়িয়ে যাওয়ার এক অসম প্রতিযোগিতা।
গ্রাহাম পটারের চেলসি জানুয়ারির ট্রান্সফার মার্কেটে বেশ ব্যস্ত ছিল। এই সময়ে তারা মাখিয়ালো মাড্রিক, বেনোয়িট বাডিয়াশিলে, নোনি মাদুয়েকে ও অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জোয়াও ফেলিক্সকে ধারে দলে ভিড়িয়েছে। সর্বশেষ অষ্টম খেলোয়াড় হিসেবে শীতকালীন দলবদলে পর্তুগীজ ক্লাব বেনফিকা থেকে ফার্নান্দেজকে দলে নিল ব্লুজরা। আর্জেন্টাইন এই তরুণকে দলে নিতে চেলসি যা ব্যয় করেছে তা প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রীলিশকে দলে নিয়েছিল ম্যানচেস্টার সিটি, যা এতদিন পর্যন্ত দলবদলের বাজারে সর্বোচ্চ ফি ছিল। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যে অবদান রাখায় ফার্নান্দেজ আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন। গত বছর জুলাইতে তিনি ১০ মিলিয়ন পাউন্ডে পর্তুগীজ জায়ান্ট বেনফিকায় যোগ দেন। ২২ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডার সাড়ে আট বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রীজে এসেছেন যা ২০৩১ সাল শেষ হবে।
গত মৌসুমের শেষে চেলসি কিনে নেয়া টড বোহলি শুরু থেকেই দলবদলের বাজারে বিপুল পরিমান অর্থলগ্নি করে চলেছেন। যদিও তার বিপরীতে ক্লাবের আশানুরূপ পারফরম্যান্স এখনো দেখা যায়নি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের ১০ম স্থানে রয়েছে চেলসি।