বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঠাকুরগাঁও-৩ আসনে লাঙ্গল বিজয়ী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৯

ঠাকুরগাঁও-৩ উপ-নির্বাচনের রাণীশংকৈল-পীরগঞ্জ আসনের ১২৮ কেন্দ্রের ফলাফল জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংদের ৫ ঠাকুরগাঁও-৩ দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম বিষয়টি নিশ্চিত করে ভোটের ফলাফল জানান। 

এখন পর্যন্ত ১২৮ টি কেন্দ্রের ৮৪০৪৭ পেয়ে জয়ী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ (লাঙ্গল) বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) ভোট পেয়েছেন ৫০৩০৯ ভোট। 

জেলা নির্বাচন অফিসে তথ্য মতে, বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি ভোট কেন্দ্রে শুরু হয় ও বিকাল সাড়ে ৪ টায় শেষ হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

ইত্তেফাক/এমএএম