রাজধানীর কাকলিতে বাসচাপায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
বিডিএস কৃষ্ণ নারায়ণগঞ্জের সদর উপজেলার উকিলপাড়া গ্রামের হরি বাসর সাহার ছেলে। তিনি উত্তরায় পরিবার নিয়ে থাকতেন।
জানা গেছে, কাকলি ফ্লাইওভারের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন বিডিএস কৃষ্ণ। পরে চার পথশিশু তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।