বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় খুলনার অধিনায়ক সাঁই হোপ।
প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে খুলনাকে। বরিশালের কাছে হেরে গেলে প্লে-অফে খেলা আশা শেষ হয়ে যাবে খুলনার। আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে বরিশালের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে তারা।
অন্যদিকে প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছে বরিশালের। ৯ ম্যাচে ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বরিশাল। প্লে-অফ নিশ্চিত হওয়ায় এখন বরিশালের নতুন টার্গেট পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ের মধ্যে থাকা।
খুলনা টাইগার্স: শাই হোপ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল জয়, ইয়াসির রাব্বি, আন্দ্রে বালবার্নি, মার্ক দেওল, হাসান মুরাদ, পল ভ্যান ম্যাকেরন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, শফিকুল ইসলাম।
ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সালমান ইমন, ফজলে রাব্বি, খালেদ আহমেদ, এবাদত হোসেন, ইফতেখার আহমেদ, ইবরাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।