শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মামলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামলা করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার বড়ইবাড়ি গ্রামের শুক্রবার (৩ ফেব্রুয়ারি)  সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে বড়ইবাড়ি গ্রামের হারিজ মিয়া গোষ্ঠী ও সোলেমান মিয়া গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সোলেমান মিয়ার গোষ্ঠীর লোকজন হারিজ মিয়ার গোষ্ঠীর জালাল নামে একজনের হাত ভেঙে দেয়। এ ঘটনায় আহত জালাল শুক্রবার সরাইল থানায় মামলা করে। এনিয়ে সোলেমানের গোষ্ঠীর লোকজন ক্ষুব্ধ হয়ে হারিজের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে