বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ ৩ নেপাল ১

এই লড়াইয়েও জিতল বাংলাদেশ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৩

২০১৮ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার অভিযান শুরু করল। আবার সেই নেপালের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হলো।

নেপালের বিপক্ষে সাফে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে সেই নেপাল আর এই নেপাল এক নয়। এছাড়া সেই বাংলাদেশও এই বাংলাদেশ নয়। বয়সভিত্তিক ফুটবল। আলাদা হলেও বাংলাদেশকে তো এখন অন্য দেশগুলো সমীহ করেই কথা বলে। কারণ সবারই জানা বাংলাদেশের নারী ফুটবলের পাইপলাইন ভালো। এখনো উঠে আসছে ফুটবলার। উঠে আসা ফুটবলারদের নিয়ে গড়ে তোলা অনূর্ধ্ব-২০ জাতীয় দল এবার নতুন অভিযানে নেমেছে।

গতকাল রাতে কমলাপুর স্টেডিয়ামে ফ্লাড লাইটে সাফের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারাল নেপালকে।

বাংলাদেশের নারী ফুটবলারদের স্পিড চোখে পড়ার মতোই। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে গিয়ে জড়িয়ে যাওয়ার চিত্রটা চোখে পড়েছে। সাফে খেলা ছয় ফুটবলার এই দলে রয়েছে। এর মধ্যে দুই জন নিয়মিত খেলেছিলেন। ছয় জনের বাইরে যারা আছেন তারা দলের সঙ্গে মানিয়ে নিতে কালই প্রথম ম্যাচ খেললেন। এর আগে মানিয়ে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি ম্যাচ খেলেননি। ঘরের ফুটবলারদের সঙ্গে দল করে খেলাতে হয়েছিল।

বাংলাদেশ দল সকালে অনুশীলন করে। ফ্লাড লাইটে অনুশীলন করানো হয়নি। এক সময় অনুশীলন করে অন্য সময় ম্যাচ খেললে মানিয়ে নেওয়ার বিষয় থাকে। সেটি করতে পারেননি। স্বপ্না রাণী, মাহফুজা খাতুন, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, শামসুন নাহার, শাহেদা রিপা, আকলিমা, ইতি খাতুনদের লড়াইটা দর্শক দেখেছেন। কিন্তু তাদের খেলায় ঘাটতিগুলো খুব সহজেই চোখে পড়েছে। ভারতীয় রেফারি কুসুম মান্দির কিক-অফের বাঁশির সঙ্গে দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করলেন বাংলার নারী ফুটবলাররা। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি। তিন মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। রিপার পাস থেকে আকলিমা দৃষ্টিনন্দন গোল করেন ১-০। স্টেডিয়ামে আসা দর্শক উল্লাসে ফেটে পড়ে। দ্বিতীয় গোল এনে দিলেন অধিনায়ক শামসুন নাহার জুনিয়র।

২৫ মিনিটে নেপালের কর্নারের বল এক পা দুই পা হয়ে মানমায়া দামাই গোলে পরিণত করেন।  ৯০ মিনিট শেষ, যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে বাংলাদেশের শাহেদা আক্তার রিপা ডান পায়ের দর্শনীয় শটে নেপালের জালে বল জড়িয়ে স্কোরলাইন করেন ৩-১। এর আগে অসুস্থ হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শামসুন নাহার। 

হারের পর ম্যাচ শেষে বল নিয়ে অভিযোগ তোলেন নেপালের কোচ। তিনি বলেন, আমরা এ বল দিয়ে অনুশীলন করেনি। আমরা যে বল দিয়ে অনুশীলন করেছি সে বল দিয়ে খেলানো হয়নি।

আগামীকাল কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ইত্তেফাক/এসএস