বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আল নাসরের হয়ে প্রথম গোল রোনালদোর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৩

সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) স্টপেজ টাইমে তার পেনাল্টির গোলে আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

রোববার ৩৮ বছর পা রাখতে যাওয়া পর্তুগীজ এই সুপারস্টার ৯৩ মিনিটে স্পট কিক থেকে আল নাসরের হয়ে সমতা ফেরান। এই ড্রয়ে রিয়াদের ক্লাবটি সৌদি প্রো লিগে আল শাবাবের সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে। যদিও রোনালদোর দলের হাতে এক ম্যাচ বাকি রয়েছে। সৌদি আরবে আসার পর তৃতীয় ম্যাচে এসে রোনালদো গোলের দেখা পেলেন। এর আগে লিগে ইত্তিফাক ও গত সপ্তাহে সুপার কাপে আল ইত্তিহাদের বিপক্ষে গোল করতে পারেননি রোনালদো। আল নাসরের হয়ে অভিষেক হওয়ার একদিন আগে পিএসজির বিরুদ্ধে সৌদিও সমন্বিত একটি দলের হয়ে প্রীতি ম্যাচে খেলতে নেমে দুই গোল করেছিলেন রোনালদো। ম্যাচটিতে লিওনেল মেসির পিএসজির কাছে ৫-৪ গোলে হেরে যায় রোনালদোদের দলটি।

আন্তর্জাতিক ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো বিশ্বকাপের পর ৪০০ মিলিয়ন ইউরো লোভনীয় চুক্তির বিনিময়ে সৌদি আরবের আল নাসর ক্লাবে যোগ দেন। একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের যৌথ বিডে অংশ নেবার আশা করছে সৌদি আরব। এ কারণেই তাদের লিগগুলোকে একটু চাঙ্গা করার লক্ষ্যে রোনালদোদের মতো খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে সৌদি ফুটবলের উন্নতিতেও রোনালদোর মত খেলোয়াড়দের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।

ইত্তেফাক/জেডএইচ