বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলছে এই দু'দল। ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট।
অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে রংপুর।