শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢামেকে আগুন: ‘তাড়াহুড়া’ করে নামতে গিয়ে রোগীর মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫১

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় ‘তাড়াহুড়া’ করে নামার পর এক রোগীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাকে মৃত ঘোষণা করে।

মৃত ওই ব্যক্তির নাম  জসিম উদ্দিন (৬০)। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার নয়ন কান্দি গ্রামে।

মৃতের ছেলে মফিজ উদ্দিন বলেন, ‘আগুনের ধোঁয়ায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামানোর সময় জসিম আরও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক ইসিজি করানোর পর তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন।’

ছবি: সংগৃহীত

জসিমের মৃত্যুর বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘যে ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটেছে, তার দুই ফ্লোর উপরেই ছিল ওই রোগী। তিনি অক্সিজেনের আন্ডারে ছিলেন, নিউমোনিয়া ছিল, কিডনির সমস্যাও ছিল।’

এর আগে রোববার বিকাল ৩টার দিকে ঢামেক হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের একটি এসির আউটডোর ইউনিটে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে তা নিভিয়ে ফেলে।

ইত্তেফাক/এএএম