পটুয়াখালীর গলাচিপা উপজেলার সরকারি সংরক্ষিত বনাঞ্চালের মাটি কেটে রাস্তা নির্মাণ ও গাছ কেটে পাচার করার অপরাধে মামলায় ৯ জন কারাগারে। রোববার (৫ ফেব্রুয়ারি) গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে ৯ আসামিকে জেল হাজতে পাঠিয়ে দেন। মানবিক কারণে আদালতের অপর আসামি রেণু আক্তারকে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে জামিন দিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চর আগস্তি ফরেস্ট ক্যাম্প অধীন দক্ষিণ চরবিশ্বাস গ্রামের আমগাছিয়া ল ঘাটের দক্ষিণ পাশে সৃজিত বনে ক্সেভেটর মেশিন দিয়ে মাটি কাটা ও গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল হাই বাদী হয়ে ১৯২৭ সালে বন আইনে আদালতে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধার (৫০) নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অসামিরা আদালতে হজির হলে ১০ আসামির মধ্যে ৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, আদালত ৯ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। অন্য মহিলা আসামিকে ৫০০ টাকা মুছলেকা দিয়ে জামিন মঞ্জুর করেছেন।