মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

এক রাতে ১২ প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সম্প্রতি এক রাতে ১২ প্রতিমা ভাঙচুরে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৫টি পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক রাতে ১২টি প্রতিমা ধ্বংসের ঘটনা যে সুপরিকল্পিত চক্রান্ত এবং সমাজের সম্প্রীতি নষ্টের জন্য দেশবিরোধী চক্রের কারসাজি তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমরা শক্ত হাতে এই অপরাধী চক্রের ঘৃণ্য অপৎপরতা দমনের জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করা কঠিন কাজ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এ ক্ষেত্রে কোনও ধরনের ব্যর্থতা ও শৈথিল্য জাতি বরদাশত করবে না। এক ধর্মের উপাসনালয়ে আঘাত সব ধর্মের অবমাননা। আমরা স্থানীয় জনগণসহ দেশবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ দ্বারা বাংলাদেশের সম্প্রীতি কলুষিত করার ষড়যন্ত্র রুখে দিতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছি।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

ইত্তেফাক/এআই