নারায়ণগঞ্জ শহরে ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে’ প্রকাশ্যে গুলি করার অভিযোগ ঘটেছে। এতে রেস্টুরেন্টের ম্যানেজার ও ৩ কর্মচারী আহত হয়েছে। রোববার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া (৫০), কর্মচারী ইউনুস, আউয়াল ও জনি ও অজ্ঞাত এক নারী। আহত কাজলের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজাহার তালুকদার ও তার ভাই আজিজুল হকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে শুক্কর আলী নামে এক ব্যবসায়ী ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্ট’ দিয়েছেন। রাত ৯টার দিকে ভবনের মালিকদের একজন আজাহার তালুকদার এসে শুক্কুর আলীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। শুক্কুর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া আজহারকে বোঝানোর চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা পিস্তল দিয়ে গুলি ছুড়েন। এ সময় আশপাশে থাকা অন্যরা থামাতে এলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছোঁড়েন আজহার তালুকদার। এতে এক নারীসহ ৫ জন গুলিবিদ্ধ হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে কাজল মিয়া নামে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার পেটের নিচের দিকে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিস্তল ও একটি শর্টগান জব্দ করা হয়েছে। এগুলোর লাইসেন্স রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। অধিকতর তদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন বলেন, আহতের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজহার তালুকদার ও তার ভাই আজিজুল হককে আটক করা হয়েছে।