শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক জামাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর আবু বকর সিদ্দিককে ( ৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাকাকুড়া গ্রাম এ ঘটনা ঘটে। আহত জাহাঙ্গীর আলম মিষ্টারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মিষ্টারের সঙ্গে বেশ কিছু দিন ধরে তার শ্বশুর আবু বকর সিদ্দিকের বিরোধ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আবু বকর সিদ্দিক ও তার ২ ছেলে জাহাঙ্গীর আলমের ওপর আক্রমণ করে। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শ্বশুর আবুবকর সিদ্দিককে গ্রেপ্তার হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।