জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য নিয়ে আজ বিপিএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে নাসির-তাসকিনের ঢাকা ডমিনেটর্স। শেষ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফে উঠতে না পারায় এবারের আসরে এটিই ঢাকার সর্বশেষ ম্যাচ। অন্যদিকে, এটি ছাড়া আরও দু’টি ম্যাচ বাকি রয়েছে প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়া চট্টগ্রামের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এখন পর্যন্ত ১১ ম্যাচে ৩ জয় ও ৮ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে না পারায় প্লে-অফ উঠতে পারেনি রাজধানীর দলটি।
জয় দিয়ে আসর শুরুর পর টানা ছয় ম্যাচ হারে ঢাকা। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পায় তারা। সর্বশেষ তিন ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ঢাকা। খুলনা টাইগার্সকে দু’বার ও ফরচুন বরিশালকে একবার হারায় ঢাকা। খুলনার বিপক্ষে ৬ উইকেট ও ২৪ রানে এবং বরিশালকে ৫ উইকেটে হারায় নাসির-তাসকিনরা। প্রথম পর্বে চট্টগ্রামের কাছে ৮ উইকেটে হেরেছিলো ঢাকা। এবার প্রতিশোধের সুযোগ ঢাকার সামনে।
দলগত সাফল্য না থাকলেও, ব্যাট-বল হাতে দারুণ পারফরম্যান্স করেছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক তিনি। ১১ ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৪২ রান ও বল হাতে ১৬ উইকেট নিয়েছেন নাসির। এবারের আসরে উইকেট শিকারে এখন পর্যন্ত সবার উপরে নাসির।
অন্যদিকে ব্যাট-বল দুই বিভাগেই বাজে পারফরম্যান্সের কারণে টেবিলের তলানিতে রয়েছে চট্টগ্রাম। ১০ ম্যাচে ২ জয় ও ৮ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সর্বশেষ দল চট্টগ্রাম।
চট্টগ্রামের দুই জয় এসেছে খুলনা টাইগার্স ও ঢাকার বিপক্ষে। খুলনা টাইগার্সকে ৯ ও ঢাকাকে ৮ উইকেটে হারিয়েছিলো তারা। সর্বশেষ ৬ ম্যাচেই হারের লজ্জা পেয়েছে চট্টগ্রাম। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসরের তৃতীয় জয়ে চোখ চট্টগ্রামের।