মায়োর্কার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হার বার্সেলোনাকে এনে দেয় পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ। লা লিগায় একই রাতে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কাতালান ক্লাবটি সুযোগটা কাজে লাগিয়েছে বেশ ভালোভাবেই। ন্যু ক্যাম্পে জর্ডি আলবা, পাবলো গাভি এবং রাফিনিয়ার গোলে সেভিয়ার বিপক্ষে আসা জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ৮ করল বার্সেলোনা। ২০ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৪৫।
লিগের আগের তিন ম্যাচে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি বার্সেলোনা। পারল না রবিবার রাতেও। তবে প্রতিপক্ষ সেভিয়া বলে হয়তো কোনো চাপ নেয়নি বার্সা। কেননা ২০০২ সালের পর ক্যাম্প ন্যুতে এসে জিততে পারেনি সেভিয়া। তার ওপর এবারের লিগে মাত্র ৫ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ধুঁকছে হোর্হে সাম্পাওলির দল। গোলশূন্য প্রথমার্ধের পর বার্সা এগিয়ে যায় জর্ডি আলবার গোলে। দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে ফ্রাঙ্ক কেসির দুর্দান্ত এক পাস থেকে গোলের খাতা খোলেন তিনি। ম্যাচের অষ্টম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে উঠে যাওয়া সের্হিও বুসকেটসের বদলি হিসেবে নেমেছিলেন কেসি। এসি মিলান থেকে আনা এই স্প্যানিশ মিডফিল্ডারের দর্শনীয় পাস থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন আলবা। এর ১২ মিনিট পর আসে দ্বিতীয় গোল। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার বাড়ানো বল থেকে গোলটি করেন পাবলো গাভি। ডানপ্রান্তে কারিকুরির পর রাফিনিয়ার বাড়ানো বল সেভিয়া রক্ষণ বুঝতে না পারলে ফাঁকা মাঠে বল জালে জড়ান গাভি। যা এবারের লা লিগায় তার প্রথম, ক্যারিয়ারের তৃতীয়। এরপর ৭৯ মিনিটে বার্সার হয়ে তৃতীয় গোলটি করেন রাফিনিয়া নিজেই। বা প্রান্ত থেকে আলবার ক্রস সহজেই জালে পাঠান এই ব্রাজিলিয়ান তারকা। সর্বশেষ ১২ ম্যাচে এটি তার পঞ্চম গোল। এরপর ম্যাচে আর কোনো গোল না করতে পারলেও, নিজেদের জালও অক্ষুণ্ণ রাখে কাতালানরা।
সেভিয়ার বিপক্ষে আরো একটি আধিপত্য দেখানো জয়ের পর বেশ খুশি বার্সা কোচ জাভি। ম্যাচের পর তিনি বলেন, ‘সেভিয়াকে আমরা দাঁড়াতেই দেইনি। এই ম্যাচে আমাদের দলের প্রচেষ্টা ছিল পরিষ্কার। ছেলেদের মধ্যে ভালো করার তাড়না ছিল, চাপ তৈরি করে খেলে গেছে। আমাদের কাছাকাছি থাকা দল হোঁচট খাওয়ায় জয়টা আরো গুরুত্বপূর্ণ ছিল।’
বার্সেলোনা সর্বশেষ ৮ বা এর বেশি পয়েন্টে এগিয়ে ছিলো ২০১৮-১৯ মৌসুমের শেষ রাউন্ডে। সেবার অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট বেশি পেয়ে শিরোপা জিতেছিলো দলটি। এবারও রিয়ালের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপার সৌরভ পেতে শুরু করেছে ক্যাম্প ন্যু'র দলটি। যদিও এখনই আত্মতুষ্টিতে ভুগতে চান না জাভি, ‘৮ পয়েন্ট এগিয়ে যাওয়া মানে কিছু চূড়ান্ত হয়ে যাওয়া নয়। তবে হ্যা, আমরা সুবিধাজনক জায়গায় আছি। এখনো অনেকটা পথ বাকি আছে।’