বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সকে ১১৯ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলীয় ১৯ রানে তিন ব্যাটারকে হারায় চট্টগ্রাম। ইরফান শুকুর ৯ বলে ৭, মেহেদী মারুফ ২১ বলে ৮ ও উন্মুক্ত চাঁদ ৩ বল খেলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান।
এরপর দলীয় ২১ ও ২৮ রানে আরও দুই উইকেট হারায় চট্টগ্রাম। আফিফ হোসেন ৩ বলে ১ ও শুভাগত হোম ২ বলে ১ রান করে আউট হন। এরপর উসমান খান ও কার্টিস ক্যাম্পার মিলে বিপর্জয় সামাল দেওয়ার চেষ্টা করেন। দু'জন মিলে ৪১ রান যোগ করেন।
তবে দলীয় ৬৯ থেকে ৮০ রানের মধ্যে আরও তিন উইকেট হারায় চট্টগ্রাম। কার্টিস ক্যাম্পার ১৬ বলে ১১, উসমান খান ২৯ বলে ৩০ ও দরবেশ রসুলী ১১ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউর রহমান ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ঢাকার পক্ষে আরাফাত সানি নেন ৪টি উইকেট।