শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভূমিকম্পে হাজার হাজার শিশু নিহত হতে পারে: ইউনিসেফ 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৪২

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের শিশু সংস্থা এখন বলছে-সোমবারের ভূমিকম্প এবং এর আফটারশকের (বড় ভূমিকম্পের পর ছোট ছোট ভূমিকম্প) ফলে হাজার হাজার শিশু মারা যেতে পারে। খবর আল-জাজিরা। 

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের এক বিবৃতিতে জানান, সংস্থাটি বর্তমানে নিহত শিশুদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে সক্ষম হয়নি।

সিরিয়া এবং তুরস্কের  অনেক পরিবারই তাদের সন্তানদের খুঁজে বের করার চেষ্টা করছে। যেখানে অন্যান্য শিশুদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা মারা গেছে বলে।

দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কে ৩৪১৯ জানের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইত্তেফাক/এফএস