নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর ও মারধরের মামলার প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় নগরীর খুলশী এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (উত্তর) একটি টিম তাকে গ্রেপ্তার করে। সাহাব উদ্দিন, এস জে ট্রেডার্সের মালিক।
ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার নিহাদ আদনান সাংবাদিকদের কাছে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাহাব উদ্দিন জানান, ঘটনার পর গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। ঘটনার সঙ্গে সাহাব উদ্দিন সরাসরি জড়িত।
গত ২৯ জানুয়ারি রাতে নগরীর খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনার পরপর ৪ জনকে গ্রেপ্তার করা হযেছিল। এর আগে গত ২৮ জানুয়ারি বিকাল পৌনে ৪টায় নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে প্রকল্প পরিচালকের ৪১০ নম্বর কক্ষে এই হামলা হয়। এ সময় প্রকল্প পরিচালকের নাম ফলক, টেবিলের কাঁচ ভেঙে ফেলেন হামলাকারি ঠিকাদাররা।